admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্স: বাজাজের প্রথম সিএনজি বাইক হতে চলেছে ফ্রিডম ১২৫ নামে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই নামেই দেশের বাজারে পা রাখলো বিশ্বের প্রথম CNG মোটরসাইকেল। এই টু হুইলারে পাওয়া যাবে বিশেষ বাই-ফুয়েল টেকনোলজি। যা এখনও অবধি পৃথিবীর কোনও বাইকে নেই। পেট্রল ট্যাংক ও সিএনজি সিলিন্ডার দুই থাকবে বাইকে।
অবশেষে ৫ জুলাই লঞ্চ হলো ভারত তথা বিশ্বের প্রথম সিএনজি বাইক বাজাজ ফ্রিডম। এতে থাকবে বাই-ফুয়েল টেকনোলজি। অর্থাৎ পেট্রল ট্যাংক এবং সিএনজি সিলিন্ডার দুই থাকবে বাইকে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির উপস্থিতিতে লঞ্চ হবে এই আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাইকের টিজার প্রকাশ করে ফেলেছে কোম্পানি। এদিন বাজাজ যে টিজার প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায়, তাতে একটি সুইচ বাটন দেখা গিয়েছে।
এটা সেই বাটন যা দিয়ে পেট্রল এবং সিএনজির মধ্যে অদল-বদল করতে পারবেন চালক। স্বাভাবিক এমন আধুনিক প্রযুক্তির বাইক নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। আগামীকাল কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির উপস্থিতিতে লঞ্চ হবে এই সিএনজি বাইক। এটি ভারতের অন্যতম সেরা মাইলেজ সম্পন্ন বাইক হতে চলেছে বলে দাবি বাজাজের। যদিও ঠিক কতটা মাইলেজ পাওয়া যাবে সেই নির্দিষ্ট ফিগার জানা যায়নি।
আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে যেহেতু এতে সিএনজির ব্যবস্থা থাকবে এবং বাজারে সিএনজির দাম পেট্রলের তুলনায় কম, তাই খরচ কমবে চালকদের। নিত্য যাতায়াতের ক্ষেত্রে বাইক রাইডারদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় মাইলেজ। তা যদি ভালো পাওয়া যায় তাহলে খরচ থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। বাজাজ সিএনজি বাইকে শুধু সিএনজি নয়, পেট্রলের ব্যবস্থাও থাকছে। ইতিমধ্যে কোম্পানির ওয়েবসাইটে নতুন বাইকের নাম লিস্ট হয়ে গিয়েছে।
পালসার, অ্যাভেঞ্জারের পাশে জায়গা করে নিতে আসছে Freedom 125। এই নাম দুটি জিনিস ইঙ্গিত করে। প্রথম, উচ্চ জ্বালানি খরচ থেকে স্বাধীনতা। রাইডারদের কাছে পেট্রল+সিএনজি যে কোনও একটি বেছে নেওয়া স্বাধীনতা থাকবে। দ্বিতীয় বাইকটি 125,সিসি ইঞ্জিনের হতে পারে। কারণ নামের পাশে লেখা Freedom 125।
তবে পেট্রলের তুলনায় সিএনজিতে বেশি মাইলেজ পাওয়া যাবে এমনটা আশা করা হচ্ছে। এতদিন সিএনজি চার চাকা এবং তিন চাকা দেখা গিয়েছে রাস্তায়। এবার দু চাকাও নামতে চলেছে দৌড়ে। বাইকের ডিজাইন, ফিচার্স, সিট, হেডলাইট এই সব এখনও প্রকাশ করেনি বাজাজ। খুব বেশি যে হাইফাই ফিচার্স থাকবে না, তা অনেকটাই প্রত্যাশিত।
পেট্রলের বিকল্প জ্বালানি সিএনজিতেও যে বাইক বানানো যায় তা প্রমাণ করতে চলেছে বাজাজ। আগামীকাল এটির দাম এবং বুকিং সম্পর্কে জানা যাবে। সাধারণ মধ্যবিত্ত বাইক চালকদের মধ্যে কতটা প্রভাব ফেলতে পারে এই বাইক সেটাই সবথেকে বড় দেখার বিষয়।