admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৪ ১০:৩৮ পূর্বাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশের ভূখণ্ডের ওপর দিয়ে ভারতের ট্রেন চলাচলের চুক্তি বাতিলসহ দুর্নীতিবাজদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন।
পঞ্চগড়ে শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে ইসলামী আন্দোলনের জেলা শাখার ব্যানারে বিকেলে জেলা শহরের রৌরশনাবাগ এলাকায় সংগঠনটির দলীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরে বাংলাাংলা চত্বরে গিয়ে সমাবেশের মাধৌমে শেষ হয়। এ সময় ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে বিভিন্নভিন্ন শ্লোগানে মুুখরিত হয়ে উঠে রাজপথ।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দলন বাংলাদেশ’র পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা শাখার সভাপতি কামরুল হাসান প্রধান সহ সংংগঠনের নেতাকর্মীরা।
সভাপতি মোহাম্মদ আব্দুল হাই বলেন, অবিলম্বে ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিল করতে হবে। ভারতের রেলের কোনো বগি এ দেশের ওপর দিয়ে চলতে দেওয়া হবে না। এ সরকার দেশের মানুষকে ধোঁকা দিচ্ছে।