admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ মে, ২০২১ ১২:২৯ অপরাহ্ণ
ভারতের কেরালা রাজ্যে মৃত্যুর আগে করোনা রোগীকে কালেমা পড়ে শোনালেন হিন্দু চিকিৎসক। হাসপাতালের বিছানায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন একজন করোনা আক্রান্ত মুসলিম রোগী। তাকে ইসলাম ধর্মের কালেমা পাঠ করে শোনালেন একজন হিন্দু চিকিৎসক। এমন ঘটনা ঘটেছে ভারতের কেরালা রাজ্যে। সংবাদ প্রতিদিন জানায়, করোনাকালে ধর্মীয় ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াচ্ছেন অনেক ভারতীয়। এর সর্বশেষ প্রমাণ কেরালার পলাক্করের পতম্বির সেবানা হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের চিকিৎসক রেখা কৃষ্ণার ঘটনাটি।
হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন ওই মুসলিম নারীর চিকিৎসার দায়িত্বে ছিলেন রেখা কৃষ্ণা। রোগীর শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হওয়ায় বাঁচার আশা ছেড়ে দেয়ার কথা স্বজনদের জানিয়ে দেন তিনি। একদিন রোগীর নাড়ির স্পন্দন প্রায় থেমে যায়, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল ভীষণ। কিন্তু করোনার কারণে রোগীর সঙ্গে স্বজনরা দেখা করতে পারাছিল না।

এমতাবস্থায় রোগীর কানের কাছে গিয়ে ধীরে ধীরে কালেমা পাঠ করে শোনাতে থাকেন চিকিৎসক রেখা কৃষ্ণা। কালেমা পড়ার পরই গভীর শ্বাস নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন রোগী, বলছিলেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেড়ে উঠা রেখা কৃষ্ণা আরো বলেন, আরব দেশে থাকার সুবাদে ইসলাম ধর্ম সম্পর্কে কমবেশি জানতে পেরেছি আমি। সে কারণেই ওই রোগীকে কালেমা পাঠ করে শুনানোর বিষয়টি কাজ করেছে তার মাঝে, করেছেনও তাই।
হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের কিছু দিনের জন্য রাখা হচ্ছে আইসোলেশনে। ওই সময়টায় রোগীর থেকে শারীরিক দূরত্ব বজায় রাখতে হয় তার পরিবারের সদস্যদের। এ ক্ষেত্রে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকা প্রিয় মানুষটিকে শেষ দেখাও দেখতে পারছেন না অনেক স্বজনরা। ফলে এগিয়ে আসছেন চিকিৎসকরা। এর আগে একাধিক মুসলিম চিকিৎসককেও হিন্দু রোগীদের তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী অন্তিম দায়িত্ব পালন করতে দেখা গেছে।