admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২১ ৯:৫২ অপরাহ্ণ
ভারতীয় মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভকারীরা এস আইয়ের নাক ফাটিয়ে আসামি নিয়ে গেছে। নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ভিপি নুরদের মিছিলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর মতঝিলের শাপলা চত্বরে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এর আগে ছাত্র ও যুব অধিকার পরিষদের মোদি-বিরোধী মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকি থেকে শুরু হয়ে মতিঝিলের দিকে যায়। মিছিলটি শাপলা চত্বরে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র ও যুব অধিকারের ১৫-২০ জন আহত হয়েছে, পুলিশেরও কয়েকজন সদস্য আহত হন। এ ঘটনায় কয়েকজনকে আটক করে পুলিশ। মতিঝিল জোনের এডিসি নুরুল আমিন বলেন, আহত পুলিশ সদস্যদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তবে কতজনকে আটক করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি। এদিকে, সংঘর্ষে আহত আবুল কালাম আজাদ নামে একজনকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনেন পল্টন থানার এসআই রায়হান। তার আগে আনা হয় তামজিদ ও সুবর্ণা নামে আরো দুজনকে।
একপর্যায়ে এস আই রায়হানকে মেরে নাক ফাটিয়ে তিন জনকেই ছিনিয়ে নেয় ঢামেক হাসপাতালে আসা ২৫-৩০ জন বিক্ষোভকারী। বিকেল সাড়ে ৩টায় হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে চাইলে এস আই রায়হান বলেন, মোদিবিরোধী মিছিল থেকে একজনকে আটক করে চিকিৎসার জন্য নিয়ে এসে দেখি আগে আসা আহতদের সঙ্গে বিক্ষোভকারীরা রয়েছে। তারা আমার নাক-মুখে ঘুষি মেরে তিন জনকে ছিনিয়ে নিয়ে যায়।