admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২১ ১০:৫৫ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ২৫ জন সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে ১০০ জনকে বড় ধরনের শাস্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে এএসআই ও এসআই রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে এ ঘটনা ঘটেছে। অপরাধসহ বিভাগীয় শৃংখলা পরিপন্থী নানা কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান।
সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, চাকরিচ্যুতদের মধ্যে কনস্টেবল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং উপ-পরিদর্শক (এসআই) রয়েছেন। পাশাপাশি আরো ১০০ জনকে বড় ধরনের শাস্তি দেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুর রহমান বলেন, কোনো অপরাধীর জায়গা পুলিশ বিভাগে নেই। যেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাবে, তদন্তের মাধ্যমে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এরই অংশ হিসেবে আমি ২৫ জনকে চাকরিচ্যুত করে বাড়ি পাঠিয়ে দিয়েছি।
এ ছাড়া ১০০ জনকে ‘বড় ধরনের শাস্তি’ দিয়েছি। এ ক্ষেত্রে আমি কোনো কার্পণ্য করিনি। এ সময় এসপি আনিসুর রহমান পুলিশের ডিজিটাল সেবার বিষয় নিয়েও কথা বলেন। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে একটি অ্যাপ চালু করা হয়েছে। দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ তার এনআইডি (জাতীয় পরিচয়পত্র) দিয়ে লস্ট অ্যান্ড ফাউন্ড নামক ওই অ্যাপের মাধ্যমে সাধারণ ডায়েরি বা জিডি করতে পারবেন। এর ফলে থানাগুলোতে পুরনো পদ্ধতিতে এখন আর জিডি করতে হয় না। পাশাপাশি জেলার সব পুলিশ সদস্যদের তিন বেলা হাজিরা ও ডিউটি নিশ্চিত করতে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) ব্যবহার করা হচ্ছে।