শামসুল আলম || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ
দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও বজ্রপাতে প্রাণহানি হ্রাস করার লক্ষ্যে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট নুরুজ্জামান এর নির্দেশে উপজেলার ৪নং-আটগাও ইউনিয়নের আলমপুর সড়কে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৪নং-আটগাও ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তুরিন তানভীর চৌধুরী বিতু বলেন, এই মুহুর্তে বাংলাদেশে পরিবেশের ভারসাসাম্য রক্ষায় প্রচুর গাছ লাগানো প্রয়োজন। সরকার দিনাজপুরের প্রতিটি উপজেলা জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে তালবীজ রোপন করার যে মহতি উদ্দ্যেগ নিয়েছেন এ জন্য আমি বর্তমান সরকারের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি।
উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ তারেক হোসেন বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুদক্ষ দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ নৃরুজ্জামান স্যার এর নির্দেশে আজকে আমরা তাল বীজ রোপন এর উদ্দ্যোগ গ্রহণ করেছি। আপনারা সবাই জানেন, তালগাছ পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ প্রতিরোধক। আমরা জেলা কমান্ড্যান্ট স্যারের উদ্দ্যোগে বোচাগঞ্জের প্রতিটি পতিত জমি বৃক্ষ রোপনের আওতায় আনতে চাই ইনশাল্লাহ।
এসময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইয়াসমিন আরা বানু, ইউনিয়ন দলনেতা আনছার আলী, পুলহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুকুর রঞ্জন রায় সহ সকল আনসার সদস্য উপস্থিত ছিলেন। এ কর্মসূচীর মাধ্যমে আলমপুর সড়কের দু-পাশে ৩শতাধিক তাল বীজ রোপন করা হয়েছে।