admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ মে, ২০২০ ৮:০৮ অপরাহ্ণ
মুক্ত কলম স্টাফ রির্পোটারঃ বৃষ্টির মধ্যেও থেমে নেই ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহি অফিসার আব্দুল্লাহ-আল-মামুন এর মানব সেবা। ২১ মে বৃষ্টিস্নাত দিনে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহি অফিসার। আকচা ইউনিয়নের পুরাতন ঠাকুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ঢাকা ও বাইরের জেলা থেকে আগত ব্যাক্তিদের অবস্থা পরিদর্শন করেন।এসময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন উপস্থিত ছিলেন। এসময় তিনি ঢাকা ও বাইরের জেলা থেকে আগত ব্যাক্তিদের ইউনিয়নে প্রবেশের পর পরই ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে তাৎক্ষণিক তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে ব্যবস্থা গ্রহন করার নির্দেশনা দেন।

এছাড়া তিনি রহিমানপুর ও আউলিয়াপুর ইউনিয়নের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত বিদ্যালয়গুলো পরিদর্শন করেন। ঈদে ঢাকা ও বাইরের জেলা থেকে আগত ব্যাক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিতকরনের মাধ্যমে করোনা প্রতিরোধে সবাই এগিয়ে আসি এবং সহযোগিতা করি বলেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ।