admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২০ ৫:৫৪ অপরাহ্ণ
মোঃহারুন-অর-রশিদ বাবু, ষ্টাফ রিপোর্টার ব্যুরো অফিস রংপুরঃ প্রত্যেক শুক্রবার বিকাল চারটা থেকে, রাত আট টা পর্যন্ত, নিজস্ব অফিস কক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছেন সাতমাথা কঞ্জুমার্স কো-অপারেটিভ সোসাইটি। গত ২০১৭ সালের ৩রা ফেব্রুয়ারী, রংপুর মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ডের সাতমাথা বাজারে কয়েকজন যুবক মিলে গড়ে তোলেন, সাতমাথা কঞ্জুমার্স কো-অপারেটিভ সোসাইটি নামে একটি আত্নসামাজিক ও যুব উন্নয়ন সংগঠন। শুরুতেই ২০/২৫ জনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও আজকে ২০২০ এ এসে সদস্য সংখ্যা ছাড়িয়েছে পাঁচশতাধিক।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,মুক্ত কলম-কে বলেন অনেক ত্যাগ স্বীকার করে আজকে পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি, প্রথম যখন এই সংগঠন শুরু করি, তখন শীত প্রবণ আমাদের এই রংপুরে ছিলো প্রচন্ড শীত। আমরা সিদ্ধান্ত নিলাম শীতবস্ত্র বিতরণ করবো, রেজুলেশন পাশ হলো অনেকেই ডোনেশন দিতে চাইলেও বাস্তবে কারো শারা পাইনি!! যাক সেবার আমি ও আমাদের সাধারণ সম্পাদক ছোট ভাই রতন মিলে কোন রকমে পার করেছিলাম সেই প্রোগ্রাম। পরবর্তী ধীরে ধীরে আমাদের সদস্য সংখ্যা বাড়তে শুরু করে, সীমিত সঞ্চয় থেকে শুরু হয় আমাদের খুদ্র ঋণ প্রদান কর্মসূচি, সঞ্চয়ের চাইতে ঋণের চাহিদা বেশী হওয়ায় প্রথমত হিমসিম খেতে হয়েছে বেশ।পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যা হবার তাই হবে আল্লাহর উপর ভরসা করে নিজের হ্যান্ডক্যাশ বলতে যা ছিলো, সব উজার করে দিয়েছি এই কো-অপারেটিভ সোসাইটির ফান্ডে।
আলহামদুলিল্লাহ আজ আমাদের সদস্য সংখ্যা পাঁচ শতাধিক। আমরা সর্বদা চেষ্টা করছি সামাজিক সকল কর্মের মাঝে বিস্তার লাভ করার, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা ঋণ দিয়ে যাচ্ছি কৃষি পর্যায়েও, যদিও এবার মৎস চাষীরা ঋণ পরিশোধ করতে পারবেন না বলে সাফ জানিয়েছেন। তবুও আমরা হতাশ নই, চেষ্টা করছি সরকারি ভাবে যদি কিছুটা রিকভারি করা যায়। ইতিপুর্বে আমরা এই সংগঠনের ব্যানারে, অসহায় হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেছি। সামপ্রতি করোনা ভাইরাস থেকে মানুষকে সচেতন করতে মাইকিং করেছি, হ্যান্ডবিল বিতরণ করেছি, বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করাসহ, অসহায় কর্মবিমুখ মানুষের মাঝে বিতরণ করেছি খাদ্যসামগ্রী।
আমরা নিরক্ষরদের পাঠদানে নৈশ্যকালিন স্কুল খুলেছি, যেখানে ৭বছর থেকে শুরু করে ৫৫বছর বয়সের শিক্ষার্থীরা বিনামূল্যে বাংলা,অংক, ইংরেজি, আরবি শিক্ষা গ্রহণ করতে পারছেন। আমরা বিনামূল্যে আমাদের সদস্য ব্যাতিত, এলাকার অসহায় দরিদ্রদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছি,।ইনশাআল্লাহ সরকারি সহায়তা পেলে আমরা আগামীতে আরও ভালো কিছু করতে পারবো, সুখী সমৃদ্ধ ও সুন্দর সমাজ গঠনে সবাইকে আমাদের সাথে থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি।