admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ মার্চ, ২০২২ ১১:২০ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করে ছেড়ে দিয়ে দুই নিরীহ যুবককের নামে মামলা দেয়ার অভিযোগ উঠেছে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিজিবি ক্যাম্পের সদস্যদের বিরুদ্ধে। মাদক সহ আটককৃত আসামিকে অজ্ঞাত কারণে ছেড়ে দিয়ে নিরীহ দুই যুবককে বিজিবির মাদক মামলা দেয়ায় প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকার সাধারণ মানুষ।
এই ঘটনাটি ঘটেছে পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট বিজিবি ক্যাম্পের সীমান্তবর্তী এলাকায়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, চান্দের হাট সীমান্ত এলাকা থেকে ১১পুড়িয়া (৩০গ্রাম) গাঁজা ও একটি মোটরসাইকেল সহ সবেদুর নামে এক ব্যক্তিকে আটক করে চান্দের হাট বিজিবির সদস্যরা। সবেদুর ভবানীপুর গ্রামের মৃত কশিমউদ্দিনের ছেলে।
কিন্তু অজ্ঞাত কারণে সেই সবেদুর নামের ব্যক্তিকে ছেড়ে দিয়ে সেই এলাকার ভবানীপুর গ্রামের কোরবান আলীর ছেলে আরিফুজ্জামান সুমন ও বদিউজ্জামান জাহাঙ্গীর নামের দুই যুবককের বিরুদ্ধে মামলা দেয় বিজিবি। এলাকাবাসীরা দাবি করেন আরিফুজ্জামান সুমন ও বদিউজ্জামান জাহাঙ্গীর নিরীহ প্রকৃতির ছেলে তাদের বিরুদ্ধে ইতিপূর্বে কোন মাদক মামলা বা অভিযোগ নেই।
এ বিষয়ে আরিফুজ্জামান সুমন বলেন,যার কাছে মাদক পেলো তাকে ছেড়ে দিয়ে আমাদের দুই জনের নামে কেন মামলা দিলেন বিজিবি আমি সুষ্ঠ তদন্ত করে আসল অপরাধীকে চিন্তিত করার দাবি জানাচ্ছি। এ বিষয়ে চান্দের হাট বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার মফিজুল ইসলাম ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হয়নি।