admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২০ ৯:১৭ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা আরো ছয় মাস স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আগের ছয় মাসের মেয়াদ আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, ইতোমধ্যে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ফাইলটি অনুমোদন দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন পেলেই এটা কার্যকর হয়ে যাবে।
আগের শর্তেই বেগম জিয়ার মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তবে তিনি বিদেশে যেতে পারবেন না। বাসায় থেকেই চিকিৎসা নিতে হবে।আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এর আগে গত ২৫ আগস্ট খালেদা জিয়ার মুক্তির আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয় বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।
প্রসঙ্গত, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে ছয় মাসের সাজা স্থগিত করে গত ২৫ মার্চ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয় সরকার। এরপর থেকে রাজধানীর গুলশানের নিজ বাসভবন ফিরোজাতে অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। চলতি মাসের ২৪ তারিখ সাজার মেয়াদ শেষ হবে। তার আগেই সম্প্রতি তার পরিবারের পক্ষ থেকে স্থায়ী জামিন এবং বিদেশে নিয়ে চিকিৎসা করানোর অনুমতি চেয়ে আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে নতুন করে মুক্তির মেয়াদ আরো ছয় বাড়ানো হলো।