admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ বিএনপির সমাবেশ ছড়িয়ে পড়েছে নয়াপল্টনের চারি পাশে, সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে। আজ বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সমাবেশে অংশ নিতে সকাল থেকে নয়াপল্টনের দিকে মিছিল নিয়ে দলে দলে আসতে থাকেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাদের মাথায় বিভিন্ন রঙের ক্যাপ দেখা যায়। হাতে রয়েছে ব্যানার-ফেস্টুন। অনেকের হাতে রয়েছে জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা। সমাবেশ ঘিরে মালিবাগ, কাকরাইল, নাইটিংগেল মোড়, মৎস্য ভবন, পল্টন, ফকিরাপুল, মতিঝিল, আরামবাগ ও পীরজঙ্গি মোড়ে নেতাকর্মীদের ব্যাপক ভিড়।
ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে ব্যানার ও ফেস্টুন সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন তারা। এ সময় খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগ করতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। এদিকে বিএনপির সমাবেশ ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। সাদা পোশাকে রয়েছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা। সতর্ক অবস্থানে রয়েছেন তারা। এসব স্থানে কয়েকটি প্রিজন ভ্যানও রাখা হয়েছে।