admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২১ ৫:৫০ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোটসিঙ্গীয়া গ্রামের তাজিম উদ্দীনের স্ত্রী ফেন্সী আকতারকে ৪ সেপ্টেম্বরে শনিবার সকালে এক মুর্হুতেই করোনা প্রতিরোধক সিনোফার্মার দু’টি টিকা দিয়েছে, বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত সেবিকাগণ।
ফেন্সী আকতার শারীরিক পতিক্রিয়া নিয়ে বালিয়াডাঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসা করলে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবুল কাশেম একই দিনে দু’টি টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিৎ করে বলেন, এমনিতেই ভালোই আছে, তবে ডাবল টিকা নেওয়ার কারণে মানসিক ভাবে সমস্যায় আছে।
ফেন্সী আকতারের স্বামী তাজিম উদ্দীন বলেন, এই নিয়ে আমার স্ত্রীর মোট ৩ টি টিকা হল। এখন কি হবে? এই নিয়ে চরমভাবে দুঃচিন্তায় দিন কাটছি। আমার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনেক টাকার ঔষধ, ইনজেকশন কিনতে হয়।