হানিফুর আলী, স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা দুওসুও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আনছারুল হক (৪০) কে আজ শুক্রবার রাত ৯ টায় কালমেঘ বারঢালী বাজার হতে বালিয়াডাঙ্গী থানা পুলিশ গ্রেফতার করেছে।
সে হলো লালাপুর বারঢালী গ্রামের মৃত আমিজ উদ্দীনের ছেলে। সে অত্র এলাকায় চাঁদাবাজী, ভোট কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই, জমি দখলসহ নানান অপকর্মের সাথে জড়িত তাকে চাঁদাবাজি মামলায় পুলিশ গ্রেফতার করেছে।
জেল হাজতে প্রেরণ করলে কয়েক দিন পরে জামিনে মুক্তি লাভ করে এলাকার সাধারণ মানুষের কাছে আবারো চাঁদাবাজী শুরু করার অভিযোগ উঠেছে। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠিত হয়েছে। আমিলীগ তো নাই তাহলে এরা কার মদদে চলছে?
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ তদন্ত দিবাকর অধিকারী বলেন, দুওসুও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আনছারুল হকের বিরুদ্ধে ইতি পূর্বে মামলা রয়েছে। তাকে গ্রেফতার করে থানা নিয়ে আসা হয়েছে। এলাকাবাসী আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলছে। তাকে ওই সব মামলায় কেন গ্রেফতার করা হচ্ছে-ন তা জানতে চায়।