admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ মে, ২০২১ ১১:৫১ অপরাহ্ণ
বাংলাদেশ ভেজিটেবল অয়েল এক লাফে লিটারে বাড়ল ৯ টাকা। মাত্র মাসখানের ব্যবধানে নিত্যপ্রয়োনীজয় সয়াবিন তেলের দাম এক লাফে লিটারপ্রতি ৯ টাকা বাড়ানো হয়েছে। বিষয়টি আজ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠনটি। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায়, বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৫৩ টাকা, খোলা সয়াবিন ১২৯ টাকা ও পাম সুপার ১১২ টাকা দরে বিক্রি হবে।
এর মধ্যে বোতলজাত তেলের লিটার আগে ১৪৪ টাকায় বিক্রি হতো, যাতে এখন বেড়েছে ৯ টাকা। সে অনুযায়ী, ৫ লিটারের এক বোতল তেলের দাম পড়বে ৭২৮ টাকা। জানা গেছে, গত অক্টোবরে পাঁচ লিটারের এক বোতল সয়াবিন ৫০৫ টাকায় বিক্রি হয়েছে। এরপর থেকে তা বাড়তে বাড়তে ৭২৮ টাকায় এসে পৌঁছালো। এর ফলে মাস ছয়েকের ব্যবধানে ২২৩ টাকা বাড়ানো হলো।
বিপণনকারী কোম্পানিগুলো বলছে, বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বেড়েছে আমদানি মূল্য। এ কারণে প্রতি লিটারে ১৩ টাকা করে দাম বাড়ানোর প্রস্তাব দেয়া হয় বাণিজ্য মন্ত্রণালয়ে। তা থেকে কমিয়ে ৯ টাকা অনুমোদন দেয়া হলো, যা শনিবার থেকে কার্যকর হবে।
প্রস্তাব দেয়ার পর আজ বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠকে বসার কথা জানানো হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এএইচএম সফিকুজ্জামান বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তি থাকায় গত রমজানে লিটারপ্রতি ৫ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ব্যবসায়ীরা। কিন্তু রমজান ও ঈদের কারণে ২ টাকা বাড়ানো হয়।