admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, ব্যুরো প্রধান রংপুরঃ বাংলাদেশ জাসদ রংপুর জেলা শাখার কাউন্সিল ২০২২ উপলক্ষে জাতীয় ও দলিয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০ সেপ্টেম্বর’ মঙ্গলবার বেলা ১২টায় রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে কাউন্সিলের উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আফছার উদ্দিন। অনুষ্ঠানের আলোচনা সভায় বাংলাদেশ জাসদ রংপুর জেলা শাখার সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীনুর রহমান বাদলের সঞ্চালনায় বিশেষ আতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক করিম শিকদার, কেন্দ্রীয় কমিটির সাংগঠানক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাসদ নেতা তছলিম উদ্দিন, আখতারুজ্জামান মওলা, মাস্টার ধরঞ্জয় রায়, ফিরোজ আহমেদ, ডাক্তার শাহীনুর রহমান, শাফীউল আলম, জাবেদ আলী, কুড়িগ্রাম জেলার সম্পাদক বাদল, নীলফামারী জেলা সম্পদক সোহাগ. পঞ্চগড় জেলা সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম জুয়েল।
বক্তাগন, কেন্দ্রীয় সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরল আম্বিয়া, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক সাংসদ স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার নাজমুল হক প্রধানের নেতৃত্বকে শক্তিশালী করার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল প্রগতিশীল ব্যাক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শোষন মুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করার লক্ষে মেহনতি মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার উপর গুরুত্ব আরপ করেন। পরিশেষে বাংলাদেশ জাসদ রংপুর জেলা কাউন্সিলে সভাপতি শাহীনুর রহমান বাদল ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মওলা নির্বাচিত হন।