admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০১৯ ৯:৩২ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ২৮ তম আন্তর্জাতিক ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৯ পালিত হয়েছে । বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যলয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম,জেলা সমাজসেবা উপ-পরিচালক, মুনিরুল ইসলাম ও উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম। অনুষ্ঠানে জেলার প্রতিবন্ধী বিশেষ শিশুদের জন্য দীর্ঘদিন থেকে কাজ করতেছে সে সব প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংস্থাদের নিয়ে জরিপ হয়। জরিপে ঠাকুরগাঁওয়ের একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র সেরা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়। প্রতিষ্ঠানটি ঠাকুরগাঁও জেলার সফল ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা স্মারক পান। সম্মাননা স্মারক প্রদান করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নুর কুতুবুল আলম। সম্মাননা স্মারক গ্রহণ করেন, প্রতিষ্ঠানের সভাপতি মোঃ নুরুল ইসলাম, ৯নং রায়পুর ইউপি চেয়ারম্যান ও পরিচালক আমিরুল ইসলাম, একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র।

এই প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ঠাকুরগাও জেলার সফলতা অর্জন করে আসতেছে। স্কুলটিতে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কারিগরি, হস্তশিল্প, আবাসিক,পূর্ণবাসন ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তাদের সামাজিকতার সাথে চলাফেরা করার উপযোগী করা প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ও উদ্দেশ্যে কাজ করতেেছ । ২০১১ থেকে ২০১৮ পর্যন্ত পিএসসি-জেএসসি পরীক্ষায় কৃতকার্যের সাথে ভালো ফলাফল অর্জন করেছে। একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পূর্নবাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম আমাদের প্রতিনিধিকে বলেন,আমি খুবই আনন্দিত আমাদের প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায়।এ সন্মান আমার একার না এটা সবার। আমরা সবাই প্রতিবন্ধীদের জন্য কাজ করতেছি। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিষ্ঠানটিকে ভালো ভাবে পরিচালনা করার জন্য সুশীল সমাজ ও মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী’র কাছে সহযোগিতা কামনা করছি।