admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ জুন, ২০২১ ৮:২৩ অপরাহ্ণ
বাংলাদেশে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ৭৮ জনের মৃত্যু, সংক্রমণ বেড়েই চলেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭৮ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত চার হাজার ৬৩৬ জন মানুষ শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন মোট ১৩ হাজার ৬২৬ জন। এর মধ্যে বিভাগওয়ারী হিসাবে খুলনায় ১৪ জন, ঢাকায় ২৩ জন, রাজশাহীতে ১৫ জন, চট্টগ্রামে ১১জন এবং ময়মনসিংহে একজন, বরিশাল তিনজন, সিলেট ২জন, রংপুরে ৯ জন মারা গেছেন।
দেশে মোট শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো আট লাখ ৫৬ হাজার ৩০৪ জন। এদিকে শনাক্তের হার বেড়ে ১৯.২৭ শতাংশে দাঁড়িয়েছে। এর আগে গত তিন দিন ধরে ১৮ শতাংশ ছিল। এর আগের সাতদিনে এ হার ১২ শতাংশ ছিল। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে করোনাভাইরাসে সংক্রমণ এবং মৃত্যু- দুটিরই হার গত কয়েক সপ্তাহ যাবত লাফিয়ে লাফিয়ে বাড়ছে, বিশেষ করে সীমান্ত-সংলগ্ন ১৫টি জেলায়। জুন মাসের ৪ তারিখের পর থেকে দ্রুত সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে দেশে লকডাউন বা নানারকম বিধিনিষেধ ১৫ই জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
এই মূহুর্তে সরকারি-বেসরকারি মিলে মোট ৫২৮টি পরীক্ষাগারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে মোট ১২৬টি পরীক্ষাগারে আরটিপিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এছাড়া ৩৫৬টি সরকারি ল্যাবে র্যাপিড অ্যান্টিজেন এবং ৪৩টি পরীক্ষাগারে জিন এক্সপার্ট পদ্ধতিতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা চলছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৮২৭ জন, এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলার পরিকল্পনা করেছে দেশটির সরকার। এর অংশ হিসেবে ঢাকার চারপাশের সাতটি জেলায় মঙ্গলবার ভোর ছটা থেকে শুরু হচ্ছে লকডাউন। জেলাগুলো হচ্ছে: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ।