admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুন, ২০২১ ৭:৫১ অপরাহ্ণ
বাংলাদেশে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগে বিশেষ সুবিধা। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সামাজিক ও অর্থনীতির মূলধারায় যুক্ত করতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। সেটি ফলপ্রসূ করতে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাখা হয়েছে বিশেষ সুবিধা। আজ বৃহস্পতিবার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হয়। তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগ দিলে কর ছাড় দেয়ার কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এ ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের মোট কর্মচারীর ১০ শতাংশ অথবা ১০০ জনের বেশি তৃতীয় লিঙ্গের জনবল নিয়োগ দিতে হবে। তাহলে ওই কর্মচারীদের দেয়া বেতনের ৭৫ শতাংশ কিংবা প্রদেয় করের ৫ শতাংশ রেয়াত হিসেবে দেয়া হবে নিয়োগকারীকে। বাজেট বক্তৃতায় এ জন্য প্রয়োজনীয় বিধান সংযোজনের প্রস্তাব করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিতদের একটি অংশ তৃতীয় লিঙ্গের মানুষেরা। আর্থ-সামাজিক ক্ষেত্রে পিছিয়ে থাকা এসব মানুষ কর্মক্ষম। তাদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করা নিশ্চিত করতে চায় সরকার।
এদিন একাদশ সংসদের ত্রয়োদশ অধিবেশনে নতুন অর্থবছরের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এটি মন্ত্রিসভার অনুমোদনের পর তাতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। করোনাকালের দ্বিতীয় বাজেটটি দেয়া হয়েছে ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাাংলাদেশ’ শিরোনামে। দেশের ৫০তম এই বাজেট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট।
এর আগে করোনাকালে দ্বিতীয় সংক্ষিপ্ত বাজেট অধিবেশন (২০২১-২২ অর্থবছর) জাতীয় সংসদে শুরু হয় গতকাল বুধবার বিকেল ৫টায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অর্থমন্ত্রী প্রস্তাব করার পর বাজেটের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। স্বাভাবিক সময়ে বাজেট অধিবেশনগুলো দীর্ঘ হয়ে থাকলেও মহামারির কারণে এবারো তা সংক্ষিপ্ত হবে। স্বাস্থ্যবিধি মেনে আসন্ন অধিবেশন ১২ কর্মদিবসের হবে।