admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জুন, ২০২০ ১০:২৪ অপরাহ্ণ
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন। এনিয়ে মোট মারা গেলেন ১,৩৮৮ জন। এছাড়া একই সময়ে আরও ৩,২৪৩ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,০৫,৫৩৫ জন।
আজ শুক্রবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ব্রিফিংয়ের তথ্যমতে,গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮১ জন সহ মোট সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯শ ৪৫ জন।
গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আগের দিন ১৬ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।