admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জুন, ২০২১ ৬:৩২ অপরাহ্ণ
বাংলাদেশে একদিনে সবচেয়ে বেশি করোনা ভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে যে এই সময়ে ৮,৩৬৪ জন কোভিড রোগী নতুন করে শনাক্ত হয়েছে। একদিনে এর চেয়ে বেশি রোগী বাংলাদেশে আর কখনও শনাক্ত করা হয়নি।
গতকাল মৃত্যুর সংখ্যায় রেকর্ডের পর আজই শনাক্তের সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেল। অন্যদিকে, করোনাভাইরাসে মৃতের সংখ্যা আজও একশো ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টয় মৃতের সংখ্যা ছিল ১০৪ জন।
বিস্তারিত আসছে ….