admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২১ ১১:২৮ পূর্বাহ্ণ
বাংলাদেশেকে উপহার হিসেবে জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার সোয়া ৬ লাখ টিকা। জাপান সরকারের দেওয়া ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ কোভিড-১৯ প্রতিরোধী টিকা (ভ্যাকসিন) ঢাকায় পৌঁছেছে। করোনার টিকার বৈশ্বিক প্লাটফর্ম কোভ্যাক্স সুবিধার আওতায় এসব টিকা দেওয়া হয়েছে বাংলাদেশ।টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে টিকা গ্রহণ করেন বলেও জানান তিনি। প্রসঙ্গত, জাপান থেকে উপহার হিসেবে অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায় গত ২৪ জুলাই। এরপর গত ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ, গত ২ আগস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ এবং গত ২১ আগস্ট ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে আসে।
সব মিলিয়ে জাপান থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় ৩০ লাখেরও বেশি টিকা পেল বাংলাদেশ। এর আগে শুক্রবার টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকার পঞ্চম চালান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে ফ্লাইটটি স্থানীয় সময় অনুযায়ী রাতে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বলে জানানো হয়।