admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৫ এর মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহম্মদ আসিফ ইকবাল সনি’র মায়ের রোগমুক্তি কামনায় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বুধবার (২২ ফেব্রুয়ারী) অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে মাহফিলে আলোচনায় অংশ নেন ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলম, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, আফসার আলী।
উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেট এর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য সুলতান মেম্বার, আব্দুল ওহাব, কলেজ শাখার শিক্ষক আব্দুল মান্নান, রুনা লায়লা আব্দুর রহিম, তপন কুমার দেব, মোকছেদুল হাসান ফারুক, জিন্নাতুল ইসলাম, জিয়াউল হক, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক আল আমিন, সহকারী শিক্ষক আব্দুল মজিদ, মাজেদা খাতুন, বেলাল হোসেন, মাহবুবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, জাহেদুল ইসলাম, বিএম ফারুক, আহসান হাবিব, সোহরাব আলী, গৌতম কুমার সাহা, জাহাঙ্গীর আলম ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। মাহফিলে দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হান্নান।
