admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ মার্চ, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নে মায়ের ওপর অভিমান করে সুমন মিয়া(১৬) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছ পুলিশ। নিহত সুমন শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের সসতানা উত্তরপাড়া নামক গ্রামের আমিরুল ইসলাম এর ছেলে।
নিহত সুমনের পরিবার সূত্রে জানা গেছে,সুমন সংসারের কোনো কাজ না করে দীর্ঘদিন বাড়িত বসে বসে থাকায় গতকাল (০৪ মার্চ) দিবাগত রাতে মায়ের সঙ্গে সুমনের কথা কাটাকাটি হয়। পরে সুমন তার সয়ন তাঁর শয়নকক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে। ৫ মার্চ(রোববার) সকালে ওই কক্ষের আড়ার সঙ্গে ওড়না পেচানো সুমনের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ বেলা একটার দিকে এসে ঘটনাস্হ থেকে সুমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর ইমরান হোসেন এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।