admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৩ ৩:২৮ অপরাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় রাজু মন্ডল (২৩) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছ পুলিশ। ২৩শে মার্চ( বৃহস্পতিবার) সকাল ৬টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন নিশ্চিতপুরে ঢাকা-বগুড়া দ্বিতীয় বাইপাস মহাসড়ক থেকে রাজুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অটোরিকশা চালক রাজু বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন নিশ্চিতপুর গ্রোমের আব্দুল মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি আব্দুল কাদের জিলানী।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান,বুধবার(২২ মার্চ) বিকেল ৪টার দিকে অটোরিকশা নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রাজু। রাতে বাড়িতে ফিরে না আসলে পরিবারের সদস্যরা তাকে খোঁজখুজি শুরু করেন।
২৩ মার্চ(বৃহস্পতিবার) ভোর ৬টার দিকে উপজেলার নিশ্চিতপুরে ঢাকা- বগুড়া মহাসড়কের পাশ থেকে রাজুর মরদেহ উদ্ধার করা হয়।তবে রাজুর অটোরিকশা পাওয়া যায়নি।লাশের ময়নাতদন্তের জন্য সকাল ১০ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাজুর শরীরের বুকে ও পিঠে একাধিক ক্ষত চিহ্ন আছে। ধারনা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করার জন্য তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি আরও জানান, এ ঘটনার তদন্ত চলছে। শীঘ্রই জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে।