admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ মে, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়ার শেরপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১৫ বোতল ফেন্সিডিলসহ এক নারীসহ দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার(২৭ মে) দুপুর তিনটার দিকে বগুড়া জেলার শেরপুর উপজেলাধীন গাড়িদহ ইউনিয়নের মহিপুর জামতলা হাইস্কুল পাড়ায় এক বাসা থেকে ১৫ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রামের মোঃ জয়নাল হোসেন এর স্ত্রী মোছাঃ খাদিজা বেগম(৪২) ও একই জেলার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া শিশুপার্ক এলাকার মৃত-চন্দ্রিকা রাজভর এর ছেলে সন্তোষ প্রসাদ রাজভর(৩৬)।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু সাহ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেন্সিডিল বিক্রি ও বিক্রি কাজে সহায়তা করার অপরাধের তাদের বিরুদ্ধে শেরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্ব আজ সকাল ১১ টায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।