admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৪ ৩:১০ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ৮৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার(২৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে বগুড়া সূরের মাটিডালী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই দুই মাদক ব্যবসায়ী হলেন- গাজীপুরের কালিয়াকৈরের বক্তারপুর এলাকার শহিদুল ইসলাম এবং ঠাকুরগাঁও এর রানীশংকৈল এলাকার মারুফ হোসেন,এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল রানা।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোয়াড কমান্ডার সিনিয়ার সহকারী পুলিশ সুপার সোহেল রানা জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।