মিরু হাসান || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
বগুড়ায় বিএনপি নেতা ও আইনজীবী অ্যাডভোকেট শাহীন হত্যা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা আমিনুল ইসলামের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকেলে শহরের চারমাথা এলাকায় এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের এলাকাবাসী’ ব্যানারে শতাধিক মানুষ অংশ নেন।
আয়োজকেরা জানান, চাঁদাবাজি, অস্ত্রবাজি ও হত্যা মামলায় অভিযুক্ত আমিনুল ইসলামকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,‘যুবলীগ নেতার মুখোশধারী সন্ত্রাসী চক্র এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। অ্যাডভোকেট শাহীন হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।