admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুলাই, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ
মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর পৌণে একটার দিকে সদর উপজেলার চকলোকমান কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম জসীম উদ্দিন(৩৮)। তিনি ওই এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।
পুলিশের এই কর্মকর্তা জানান, গতকাল ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোলের ঘটনা ঘটেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষেরা জসীমউদ্দিনকে ছুরিকাঘাত করে৷ পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব শীঘ্রই জড়িতদের আইনের আওতায় আনা হবে।