admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:০১ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তার মেলে শুরু হয়েছে।১ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার) বিকালে বগুড়ার শহীদ খোকন পার্কে ১০ দিন ব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। স্হানীয় শহীদ খোকন পার্কে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত ক্ষুদ্র উদ্যোক্তারা এসে অংশ নিয়েছেন। আয়োজক সংস্থা বিসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় অংশ নেওয়া ৫০ টি স্টলের মধ্যে ৩০ট স্টল নারী উদ্যোক্তাদের।
বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, বগুড়া চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুূদুর রহমান মিলন,জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি(নাসিব) বগুড়া জেলা শাখার সভাপতি টি জামান নিকেতা ও বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আজিজার রহমান মিল্টন।
বগুড়া জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্হাপক এ কে এম মাহফুজুর রহমান জানিয়েছেন,মেলায় কারো নিজস্ব কোন শোরুম কিংবা দোকান নেই যাক কারনে উদ্যোক্তারাই অংশ গ্রহণের সুযোগ পেয়েছেন।
তিনি আরও বলেন,এ মেলার মাধ্যমে বাজার সৃষ্টি করতে পারবে। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেল। মেলায় প্রতিদিন সন্ধ্যার পর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।