admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুন, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সার্বিক দিক নির্দেশমায় অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতারের তত্ত্বাবধানে ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহর নেতৃত্বে টিম ডিবি’র পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৬৫ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
০২ জুন (শুক্রবার) দিবাগত রাত সোয়া ১০টার দিকে ডিবি বগুড়ার একটি টিম জেলার শাজাহানপুর উপজেলাধীন বয়রাদীঘি রাস্তার মাথা নামক স্হানে অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইনসহ ১. মোঃ সাইদুজ্জামান ওরফে সাঈদী আলম (৪০) পিতা-মৃত-ছফের উদ্দিন সাং দাড়িকামারী ২.মোঃ আতিক (২৬) পিতা- মোঃ মুনছুর রহমান সাং সাবরুল(বাঘিনীপাড়া) উভয়ের থানা- শাজাহানপুর, জেলা বগুড়াদ্বয়কে গ্রেফতার করা হয়।
ডিবি বগুড়ার অপর একটি টিম ০২ জুন রাত সোয়া ১০ টার দিকে জেলার সদর থানাধীন সাতমাথা টু রানার প্লাজাগামী পাকা রাস্তায় শহীদ খোকন শিশু উদ্যানের মেইন গেটের সামন থেকে ৬৫ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পিরোজপুর মধ্যপাড়া গ্রামের মৃত- সেতাব উদ্দিনের ছেলে মোঃ মোমিনুল ইসলাম(২৮), একই জেলা ও থানাধীন উপরচকপাড়া গ্রামের মোঃ বেনজির আলীর ছেলে মোঃ রিপন আলী(২৪)।
ডিবি বগুড়ার ওসি মোঃ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত ওই ৪ জন আসামির বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর ও সদর থানায় পৃথক পৃথক মাদক মামলা রুজু পূর্বক আজ দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশ থাকে যে,ধৃত আাসামি ১, মোঃ সাইদুজ্জামান ওরফে সাঈদী আলম এর বিরুদ্ধে ইতিপূর্বে ৮ টি এবং ধৃত আসামি ২. মোঃ আতিক এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি মামলা রয়েছে।