admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্য রাত থেকে ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে ৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি ওয়াদুদ আলম।
গ্ৰেফতারকৃতরা হলেন, উপজেলার চোপীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডল, খোট্রপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম মহব্বত, খোট্টাপাড়া ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম হোসেন, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল হাকিম, উপজেলা যুবলীগের সাবেক সদস্য মাহফুজ (মাপু)।
এ ঘটনায় শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি ওয়াদুদ আলম বলেন, বগুড়া সদর পুলিশের নেতৃত্বে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৫জনকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। থানা পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকবে।