admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২০ ৯:০৭ পূর্বাহ্ণ
রেজানুল হক রেজু, বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার সর্ববৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল লিঃ চলমান চিনি শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতি, মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনার জন্য, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প শ্রমিক ইউনিয়ন ফেডারেশন কর্তৃক আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সেতাবগঞ্জ চিনিকল্ লিঃ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর পক্ষ হইতে চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি ইলিয়াস আলী সরকার ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার চৌহান ৭ অক্টোবর বুধবার সকালে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দাপাল এর মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে এই দুযোর্গে সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক কর্মচারীরা গত ৫ মাস ধরে বেতন ভাতা না পেয়ে অর্ধাহারে অনাহারে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। আখচাষীদের পাওনা, মজুরী কমিশনের এরিয়া বিল, শ্রমিক কর্মচারীদের ৫ মাসের বেতন বেতন ভাতা পাওয়ার বিষয়ে শ্রমিক কর্মচারীদের আমরা তেমন কোন সহযোগিতা করতে পারছি না। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানিয়েছেন।