admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২১ ১২:৩৬ অপরাহ্ণ
ফ্রান্সে আঘাত হেনেছে পঞ্চম ঢেউ। ফ্রান্সে করোনা সংক্রমণ আবারো উদ্বেগজনক হারে বাড়ছে। গত সপ্তাহে দৈনিক শনাক্তের সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, সংক্রমণ নতুন করে ৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ অবস্থাকে ভাইরাসটির পঞ্চম ঢেউ বলছেন সরকারের মুখপাত্র গ্যাব্রিয়াল আটাল।তবে সংক্রমণ বেড়ে গেলেও হাসপাতালে কোভিড রোগীদের ব্যাপক ভর্তি দেখা যায়নি।
দেশজুড়ে উচ্চহারের টিকা প্রদান এর কারণ বলে মনে করা হচ্ছে। গ্যাব্রিয়াল আটাল বলেন, সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। তবে ফ্রান্সে আমরা যথাযথভাবে টিকা দিয়েছি। বুস্টার ডোজের ক্ষেত্রেও আমরা অন্যান্য প্রতিবেশী দেশ থেকে এগিয়ে আছি। পাশাপাশি গ্রীষ্মে অন্যান্য দেশের তুলনায় ফ্রান্সের স্বাস্থ্য পাস চালুর বিষয়টি কোভিডকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করেছে।
যারা টিকা বা পাস গ্রহণ করেনি, তাদের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ফ্রান্সে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭৪ লাখ ২০ হাজার ২৩৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ১৮ হাজার ৫৫৫ জন।