admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ
মাহবুব হোসেন লিটু,ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণের সহ কলেজে ছাএ-ছাএীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১১ টায় কলেজে হলরুমে এ সভার আয়োজন করে ফুলবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু।
এতে সভাপতিত্বে ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহাজাহান আলী বাদশা মিয়া, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওয়াদুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক অ.স.ম জয়নাল আবেদীন, সাবেক ফুলবাড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মইনুল বীর মুক্তিযোদ্ধা নুরুলহুদা দুলাল,ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, বীর মুক্তিযোদ্ধা আমির আলী, যুবলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন প্রমূখ। সহ সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।