admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২১ ৭:৩৩ অপরাহ্ণ
সনতচক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের জেলার মধুখালীতে আব্দুল মালেক শেখ (৬৫) নামে এক ভ্যান চালককে হত্যা করে ব্যাটারিচালিত রিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যসদি এলাকার রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আব্দুল মালেক শেখ উপজেলার পৌর সদরের পূর্ব গোন্দারদিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বুধবার ( ১১ আগস্ট) সন্ধ্যায় মালেক রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রাতের কোন এক সময় তাকে হত্যা করে ব্যাটারিচালিত রিকশাটি নিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত মালেকের ছেলে শহিদুল ইসলাম জানান, তার বাবা রাতেই বেশি রিকশা চালাতেন। প্রতিদিনের মত বুধবার সন্ধ্যায় রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। রাতে বাড়ি ফিরে না আসায় সকলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়।তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে পাশের রায়পুর ইউনিয়নের ব্যসদি গ্রামে একটি মরদেহ পরে থাকার খবর শুনে গিয়ে দেখি আব্বা পরে আছে।
মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।