admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ মার্চ, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন, মুক্ত কলম প্রতিনিধিঃ পরকীয়া সম্পর্কের জেরে পুত্রবধূকে নিয়ে পালালেন শ্বশুর! ভারতের রাজস্থানের বুন্দি জেলার সিলোর গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ছেলে পবন বৈরাগী তার বাবা রমেশ বৈরাগীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, পবনের স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছেন শ্বশুর রমেশ। তিনিই পুত্রবধূকে পালানোর জন্য প্ররোচিত করেছেন। এমনকি পালানোর সময় বাবা ছেলের বাইকটিও চুরি করে নিয়ে গিয়েছেন বলে অভিযোগ।
পবনের দাবি, তার বাবার সঙ্গে তার স্ত্রীর বিবাহ- বহির্ভূত প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। স্ত্রীকে বাবাই তার বিরুদ্ধে উস্কে দিয়েছেন এবং বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করেছেন। তারপর পবনের বাইকটি নিয়ে দু’জন পালিয়ে গেছেন। পবনের ৬ মাস বয়সী এক সন্তান রয়েছে। কাজের কারণে পবনকে এলাকার বাইরে থাকতে হয়। এখন স্ত্রী, বাবার সঙ্গে পালিয়ে যাওয়ায় সন্তানটির দেখাশোনায় সমস্যা হচ্ছে বলেও পুলিশকে জানিয়েছেন পবন।
এ ঘটনায় পবন শুধু তার বাবাকেই দায়ী করছেন। তার স্ত্রীকে নির্দোষ দাবি করেছেন। পবনের অভিযোগ, বাবার উস্কানি ও প্রলোভনের ফাঁদে পা দিয়ে ফেলেছেন তার স্ত্রী। বাবা এর আগেও একাধিক বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে পবন অভিযোগ করেন। এদিকে সদর থানার স্টেশন অফিসার অরবিন্দ ভরদ্বাজ বলেন, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে। বাইকসহ পলাতক যুগলকে শীঘ্রই খুঁজে বের করা হবে বলে পবনকে আশ্বাসও দেওয়া হয়েছে। তবে তাদের কোনও সন্ধান এখনও পর্যন্ত পাওয়া যায়নি।