মনসুর আহমেদ || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
ঠাকুরগাঁও পীরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তরভুক্ত করার দাবীতে মানববন্ধন, সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বরকর লিপি দিয়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন তারা। পরে পূর্বচৌরাস্তায় সমাবেশ করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি দেওয়া হয়। সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসাসিয়েশনের পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাহেরুল ইসলাম,আল হাসানাহ স্কুলের পরিচালক ইত্তেশাম উল হক মিম।
মোমোরিয়াল স্কুলের পরিচালক দেলোয়ার হোসেন জুয়েল, ফুলকুড়ি প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক হাসান আলী, ইকো পাঠশালার উপাধ্যক্ষ লায়লা পারভিন, গ্রিন লাইন স্কুলের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন সরকার, হলিল্যান চাউল্ড কেয়ার পরিচালক আমিনুল ইসলাম, বৈরচুনা আইডিয়াল কেজি স্কুলের সহকারি শিক্ষক আবু সায়েম প্রমুখ।