ডাঃ নুরুল হক,বিরামপুর প্রতিনিধি: বিরামপুরে প্রাইমারি প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া যায়।অদ্য ০৭/০৫/২৫ সকাল ১০-৩০ মিনিটে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা এবং উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মোঃ আল সিরাজ এর নিকট পঞ্চম শ্রেণির ইংরেজি প্রশ্নপত্র সহ (What’sup)উপস্থিত হয়ে ফাঁসকৃত পঞ্চম শ্রেণীর ইংরেজি পরীক্ষার প্রশ্ন পত্রের সাথে স্কুলে সরবরাহকৃত ইংরেজি প্রশ্নপত্রের হুবহু মিল রয়েছে।
নির্ভরযোগ্য তথ্যসূত্রে জানা যায়, কোচিং সেন্টার থেকে এ ধরনের প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে সমস্ত প্রাইভেট ও কোচিং সেন্টারের সাথে শিক্ষক জড়িত। তাদের কোচিং সেন্টারে শিক্ষার্থীরা যেন ভালো নাম্বার পায় এবং কোচিং সেন্টারের নাম উজ্জ্বল করার জন্য কোচিং সেন্টারে শিক্ষার্থী ধরে রাখার জন্য এই পন্থা অবলম্বন করতে পারেন। এছাড়াও স্কুলের শিক্ষকগণ স্কুলে ভালো রেজাল্ট করার জন্য প্রশ্নপত্রের সাথে জড়িত আছেন বলেও ধারণা করা হচ্ছে।
উল্লিখিত বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আল সিরাজ একমত প্রকাশ করেন এবং প্রশ্নপত্র ফাঁসের সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সাথে মুঠোফোন কথা বললে তিনি জানান, বিষয়টি আমি জানিনা। শিক্ষা অফিসারের সাথে বসে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা এবং সহকারী শিক্ষা অফিসার আল সিরাজ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
শিক্ষা অফিসার রুনা লায়লা আরো বলেন এর সাথে একজন নয় আরো অনেক শিক্ষক জড়িত থাকতে পারেন। প্রশ্নপত্র ফাঁস হওয়া খুবই দুঃখজনক। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসমিন আওন শিক্ষা অফিসারকে তদন্ত করে দেখতে বলেছেন।