admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জুন, ২০২১ ৭:২৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড কাচাবাজার ও মাছের বাজার স্থানান্তর করুন জরুরী ভিত্তিতে। কাচা বাজার, মুদিদোকান, ও মাছের বাজার একসাথে হওয়ায় প্রচুর ভীর লক্ষ্য করা যাচ্ছে, স্বাস্থ্য বিধি বা দূরত্ব মেনে ক্রেতাদের চলাচল ও কেনাকাটা করতে দেখা যায়নি। অনেককে মাস্ক পড়তেও দেখা যায়নি। এতে সাধারণ মানুষের মাঝে করোনা সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি বাড়ছে।
প্রতিদিনই ঠাকুরগাও করোনা সংক্রমনের হার ও করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। তারপরও মানুষের মাঝে করোনা সংক্রান্ত কোন ধরনের ভয় বা ভীতি পরিলক্ষিত হচ্ছে না। দেখে মনে হচ্ছে, দেশে করোনা নামে কোন কিছু নেই। স্বাভাবিক সময়ের মত মানুষ চলাচল করছে পুরাতন বাসস্ট্যান্ড বাজারে।পুরাতন বাসস্ট্যান্ড-এ রাস্তায় আগের চেয়ে বেড়েছে ছোট ছোট যানবাহনের সংখ্যা। রাস্তাঘাটে মানুষের পদচারণা ছিল চোখে পড়ার মত।
ক্রেতা বলছেন, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তাদের বাজারে আসতে হচ্ছে। গত কয়েকদিনের চেয়ে আজ বাজারে সবচেয়ে বেশি ক্রেতাদের চাপ দেখা গেছে। কেউ কেউ স্বাস্থ্যবিধি বা মাস্ক পরলেও অনেকেই মাস্ক ছাড়া বাজারে এসেছেন। তবে সচেতন মহল বলেন, বাজারে মানুষের চাপ কমাতে কাচাবাজার ও মাছের বাজার দ্রুত গতবারের ন্যায় অন্য জায়গায় নিয়ে যেতে হবে না হলে বিপদ আরো বাড়বে। অত্র এলাকের সচেতন মানুষেরা প্রশাসনের দৃষ্টি আকর্শন করে এর ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।