admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ মে, ২০২১ ১১:৫৭ পূর্বাহ্ণ
পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের লামা এলাকা থেকে প্রবাসীর বাড়ি থেকে ৩টি মরদেহ উদ্ধার। বান্দরবানের লামা পৌরসভার ১ নং ওয়ার্ডে এক প্রবাসীর বাড়ি থেকে তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় লাশগুলো উদ্ধার করা হয়, যা ওই প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার জেরিন আখতার জানান, বাড়িটি থেকে লাশ উদ্ধারের পর অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
পুলিশ বলছে, কে বা কারা কখন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তের পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। স্থানীয়রা জানান, চম্পাতলিপাড়ার ওই প্রবাসী কুয়েতে থাকেন, নাম নুর মোহাম্মদ। সারা দিন বাড়িটি বাইরে থেকে বন্ধ থাকায় সবার সন্দেহ হয়। জানালা দিয়ে দুই সন্তানের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়।
পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে তিনটি লাশ উদ্ধা করে। তারা হলেন- মাজেদা বেগম (৪০) ও তার দুই মেয়ে রাফি (১৬) ও নুরি (৯ মাস)। এদের মধ্যে বড় মেয়ে এসএসসি পরীক্ষার্থী। প্রবাসী নুর মোহাম্মদের ভাই আবদুল খালেক জানান, তিন মেয়ে ও মাকে নিয়ে বাড়িতে থাকতেন মাজেদা বেগম। গতকাল তার বড় মেয়ে ও মা (মাজেদার মা) বেড়াতে গেলে রাতে আর ফেরেনি। ফলে দুই মেয়েকে নিয়ে বাড়িতেই ছিলেন মাজেদা।