মোক্তারুজ্জামান মোক্তার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে আজ ২৫ নভেম্বর সকাল ১১ টায় রেলওয়ে ষ্টেশন চত্বরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, দুনিয়ার মজদুর এক হও এই স্লোগানের ভিত্তিতে পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ বি-১৮৭৮) আয়োজিত পশ্চিমাঞ্চলীয় কর্মী সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
একটি বিক্ষোভ মিছিলে চিৎকার তুলে দুনিয়ার মজদুর, এক হও শ্লোগানে রেলওয়ে জংশন ও শহরের প্রধান সড়কগুলো মুখরিত করে বর্ণাঢ্য র্যালি করেছে। উক্ত সমাবেশে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নেতৃত্ববৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ সাইফুল আজম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাইদুর রহমান, বি এম শহিদুল আলম রানা। এছাড়াও উপস্হিত ছিলেন, অতিথিবৃন্দুর মাঝে মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন পার্বতীপুরের স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক গণ।