মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর প্রতিনিধি: পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার ঃ দিনাজপুরের পার্বতীপুরে মহান মে দিবস উপলক্ষে নানান আঙিকেই শ্রমিকরা দিবসটি পালন করছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে।
এটাই লক্ষ্য রেখে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিশ্বের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতায় পার্বতীপুরে ১লা মে’ দিবস ২০২৫ পালিত হয়েছে। জানা গেছে, বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক এই দিনকে কেন্দ্র করে পার্বতীপুরের বিভিন্ন শ্রমিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা সহ মধ্যাহ্ন ভোজের আয়োজনের মধ্যে দিয়ে এ দিবস পালিত হয়েছে।
এতে অংশগ্রহণ করে দিনাজপুর জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন, পার্বতীপুর উপজেলা ব্যাটারী চালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ, রাজমিস্ত্রী জাগরণ সংঘ, পার্বতীপুর জাতীয়তাবাদী হকার্স দল, রংপুর বিভাগীয় ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন সহ আরও বেশ কয়েকটি সংগঠন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা এ, জেড, এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ, জেড, এম মেনহাজুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদুল হক সরদার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোখলেছুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এবং ব্যাটারি চালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান (সিয়াম), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফি প্রিন্স, রংপুর বিভাগীয় ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু) ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, কার্যকরী কমিটির সভাপতি মিজানুর রহমান, রাজমিস্ত্রী জাগরণ সংঘের সাবেক সাধারন সম্পাদক জসিম উদ্দিন বাবু প্রমূখ।
এদিকে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ পার্বতীপুর শাখা তাদের র্যালী ও আলোচনা সভায় তাদের দাবির কথা তুলে ধরেন, যেমন ঝুঁকি ভাতা, সরকার ঘোষিত সকল ছুটি, নির্দিষ্ট কর্মঘন্টা বাস্তবায়ন, অতিরিক্ত কর্ম ঘন্টার জন্য ওভারটাইম সহ ১২ দফার কথা জানান। এসময় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।