admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২১ ৭:১২ অপরাহ্ণ
পদ্মার দৌলতদিয়া বিপৎসীমার ৪৫ সেঃমিঃ ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ফেরি চলাচল ব্যাহত, শত শত যানে ভোগান্তি। আজ শুক্রবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মার দৌলতদিয়া পয়েন্টে ৪ সেন্টিমিটার কমেছে পানি। তারপরেও এ নদীর পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে দৌলতদিয়া পয়েন্টে তীব্র স্রোত থাকায় ব্যাহত হচ্ছে ফেরি ও লঞ্চ চলাচল। কয়েক দিনের ভারি বৃষ্টিতে বেড়ে গেছে দেশে নদ-নদীর পানি, যার প্রভাব পড়েছে পদ্মা নদীতেও। বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় তীব্র স্রোত দেখা দিয়েছে এ নদীতে। এতে দৌলতদিয়ায় লঞ্চ ও ফেরি চলাচলে বিপত্তি দেখা দিয়েছে, অপেক্ষমাণ শত শত যানে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
জানা গেছে, তীব্র স্রোতের বিপরীতে চলতে গিয়ে দৌলতদিয়া ঘাটে ফেরি ভিড়তে বেশি সময় লাগছে। সব মিলিয়ে ৪৫-৫৫ মিনিট সময় লেগে যাচ্ছে প্রতিটি ফেরি এ ঘাট থেকে ও ঘাটে যেতে। এই রুটে চলাচল করা বেশিরভাগ ফেরি বেশ পুরাতন হওয়ায় ইঞ্জিনের শক্তি কমে গেছে, সমস্যা বেড়েছে।এর ফলে ফেরিঘাট থেকে সাড়ে ১৩ কিলোমিটার দূরে অপেক্ষা করতে দেখা গেছে শত শত যানবাহনকে। দীর্ঘ সময় ধরে সড়কে বসে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসের যাত্রীরা।
তবে অপেক্ষমাণ যানের বেশিরভাগ পণ্যবাহী ট্রাক হওয়ায় চালক ও হেলপাররা পড়েছেন বিপাকে। এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, বর্তমানে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। নদীতে তীব্র স্রোত থাকায় বেশি সময় লাগছে ফেরি পারাপারে। সে কারণে অপেক্ষমাণ যানবাহনের সংখ্যা একটু বেড়ে গেছে। পরিস্থিতি অনুকূলে এলে এ সমস্যা ঠিক হয়ে যাবে।