মনোয়ার ইমাম,কলকাতা প্রতিনিধি: পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে পথ নিরপত্তা ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে একটি কর্মসূচির ঘোষণা করা হয়। এবং জেলা পুলিশের ট্রাফিক পুলিশ গরমের সময় ডিউটি করতে অসুবিধা এবং তাদেরকে সাহায্য করতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে গরমের হাত থেকে রক্ষা পেতে কিট প্রদান করা হয়।
সেই সঙ্গে জন নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য আম আদমি কাছে আবেদন জানানো হয়। সেই সঙ্গে পথচারী সাধারণ মানুষের কাছে পথ নিরপত্তা নিয়ে তাদের কে সতর্ক থাকতে বলা হয়।গাড়ি চালক ও পথচারীদের মধ্যে পথ নিরপত্তা নিশ্চিত করতে সবধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা পুলিশের ট্রাফিক পুলিশ।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার শ্রী কুমার শানি রাজ আই পি এস ও মুর্শিদাবাদ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহিদ ইকবাল খাঁন আই পি এস ও অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী রসপ্রীত সিং আই পি এস এবং লালবাগ ট্রাফিক পুলিশ সুপার অতিরিক্ত শ্রী অমিমেষ রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক। এই অনুষ্ঠান থেকে পথচারী সাধারণ মানুষ ও ট্রাফিকের সদস্যদের গরমের কিট প্রদান করা হয়।।