admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৪৮ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন, বোদা,পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পঞ্চগড়ের বোদা উপজেলা শাখা ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে এক বিশাল বর্ণাঢ্য র্যালি নিয়ে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলিয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পঞ্চগড় জেলা শাখার সাধারন সম্পাদিকা মোছাঃ লাইলি আক্তার,প্রধান অথিতি: ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য দেন
আলহাজ্ব_ফরহাদ_হোসেন_আজাদ মহোদয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও সম্মানিত সদস্য সচিব, জেলা বিএনপি পঞ্চগড়।আরো বক্তব্য দেন দলের বিভিন্ন নেতাক্রমী সহ আরো অনেকে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোদা উপজেলা মহিলা দলের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাইলী বেগম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান।পঞ্চগড় জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব, বোদা পৌর সভার ৯ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর, জনাব মোঃ শাহজাহান সিরাজ প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও তিন তিন বারের জনগণের ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য তার রোগ মুক্তি ও দীর্ঘায়ু মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বক্তব্যে বলেন এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায়না।সরকার পতনের আন্দোলনে পঞ্চগড় জেলা মহিলা দল রাজপথে মুখ্য ভুমিকা পালন করবে।