সোহরাব হোসেন || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাল্য বিবাহ নিরুৎসাহিত করি,জুয়া ও মাদকমুক্ত দেশ গড়ি এবং তথ্য দিন, সেবা নিন এই দুটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় মডেল থানা কর্তৃক আয়োজিত পুলিশের ওপেন হাউস ডে পালিত হয়েছে। সোমবার (২২সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগছ বাজারে এ আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূসা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে নানা অপরাধের দিক তুলে ধরে বক্তব্য রাখেন কালান্দিগছ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা ওসমান গনী, উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম,উপজেলার এনসিপির আহবায়ক হাবিবুর রহমান,শালবাহান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান,উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ,শালবাহান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা ওলামা দলের সভাপতি মো,সোহরাব আলী,সাংবাদিক, ইউনিয়ন কৃষক দলের সভাপতি এনামুল হক, পূজা উদযাপন কমিটির সভাপতি হীরা কান্ত রায় প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনগণ, গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক ও মোবাইলে ক্যাসিনো জুয়াসহ নানা অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, তথ্য দিয়ে সহযোগিতা করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারবে, যা একটি নিরাপদ সমাজ গঠনে সহায়ক হবে।
প্রধান অতিথি বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো.শইমী ইমতিয়াজ বলেন,ওপেন হাউস ডে আয়োজনের মূল লক্ষ্য হলো জনগণের সঙ্গে সরাসরি পুলিশের যোগাযোগ স্থাপন করে যে কোন অপরাধ নির্মূল করার চেষ্টা করা। পুলিশ জনগণের, জনগণ পুলিশ এর সামনে তুলে ধরেন, এবং তারা দ্রুত সমাধানের আশ্বাসও দেন।