admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ
মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ৯ নং সোনারায় ইউনিয়ন আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৯ ফেব্রুয়ারী বিকেলে সোনারায় ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র চিরতরে বন্ধ করতে অগ্নিসন্ত্রাস,অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির উন্নয়ন ও শান্তির বার্তা দেশময় ছড়িয়ে দিতেএই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
৯ নং সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামিনুর রহমানের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী।সাবেক ছাত্রলীগ নেতা নাজিউর রহমান জিয়ন এর সঞ্চালনায় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরমিন আক্তার,যুগ্ম সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবি, সাংগঠনিক সম্পাদক গনেশ কুমার আগরওয়ালা, মতিউর রহমান রুবেল, ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র চিরতরে বন্ধ করতে অগ্নিসন্ত্রাস,অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির উন্নয়ন ও শান্তির বার্তা দেশময় ছড়িয়ে দিতে এই কর্মী সমাবেশ। আসছে আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে নিয়ে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে তাই সকল দ্বিধাদন্দ ভুলে গিয়ে শেখ হাসিনার সরকারকে পূর্ণরায় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। পরিশেষে আওয়ামিলীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।