admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২০ ৯:৪০ পূর্বাহ্ণ
মোঃহারুন-অর-রশিদ বাবু, ষ্টাফ রিপোর্টার রংপুর ব্যুরো অফিস রংপুরঃ বুধবার রংপুর প্রেস ক্লাবের সামনে, সকাল দশটা থেকে প্রায় দুপুর বারোটা পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, রংপুরস্থ স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের ব্যানারেও করেছে বিক্ষোভ ও প্রতিবাদ। এছাড়াও রংপুর মহানগর ও জেলার প্রায় প্রত্যেকটি জনবহুল স্থানে, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের ব্যানারে হয়েছে প্রতিবাদ ও বিক্ষোভ। সকলের দাবী একটাই ধর্ষকের ফাঁশি চাই। সমাবেশে বক্তারা জোড়ালো ভাবে বলেন এখন লজ্জা লাগে বাবা মা ও মুরুব্বিদের সামনে খবরের কাগজ পড়তে! আমি লজ্জিত হই পরিবার নিয়ে টিভির খবর দেখতে! এই ডিজিটাল ওয়াল্ডেও আমি স্মার্টফোন ব্যবহারে লজ্জা পাই! কারণ, যেখানেই চোখ রাখি সেখানেই শুধু ধর্ষণ আর নিপীড়নের বর্তা শুনতে পাই!!
আর কতো!?? অনেক হয়েছে আর নয়, থামুন আর শুনতে চাইনা আমার মা বোনের আর্তচিৎকার, দেখতে চাইনা নির্জন প্রান্তরে আমার বোনের লাশ। বক্তারা বলেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ষকের পক্ষে সমর্থন জুগিয়ে যাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রীর পুর্বের দেয়া এক বক্তব্যের সমালোচনাও করেন। তারা বলেন মানুষের যে মানুষিক অবক্ষয় হচ্ছে, সামাজিক যে অবনতি হচ্ছে, এটি চাইলে সরকার ঠিকই নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তূ কেন হচ্ছেনা এটা পুরো জাতির জানার বাকি নেই, যেখানেই ধর্ষণ ও নিপীড়নের ঘটনা ঘটছে সেখানেই সরকার দলীয় বা তাদের অঙ্গসংগঠনের কেউ না কেউ থাকছে, তাই আমরা সরকারকে বলতে চাই, জাতির প্রয়োজনে আমার মা বোন ও কন্যার ইজ্জৎ রক্ষার্থে আইন পরিবর্তন করা জরুরী হলে সেটাই করুন , তবু্ও আমরা ত্রিশ লক্ষ শহীদের রক্ত, আর সাত লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পতাকা কলঙ্কিত দেখতে চাই না।
বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র রংপুর জেলার নেত্রী বলেন, বর্তমানে আমরা এমন একটি মেঘাচ্ছন্ন কালো অন্ধকার সমাজে বসবাস করছি, যেখান সুষ্ঠ ও বিবেকবান মানুষের বসবাস করা প্রায় কঠিন হয়ে গেছে। তিনি বিচার বিভাগের উদ্দেশ্যে বলেন আমরা আর ধর্ষকের ফাঁশির আদেশ শুনতে চাইনা।আমরা দেখতে চাই ধর্ষকের ফাঁশি হয়েছে।প্রয়োজন হলে দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করে তা বাস্তবায়ন করুন।