admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৩ ১০:২৮ পূর্বাহ্ণ
মো: হানিফুর রহমান,স্টাফ রিপোর্টার: নাটোর জেলার ৫টি থানার অফিসার ইনচার্জ (ওসি)কে একই জেলার বিভিন্ন থানায় বদলি।
তাঁরা হলেনঃ
১.মিজানুর রহমান,
সিংড়া হতে নাটোর সদর থানায়।
২.আবুল কালাম নলডাঙ্গা থানা হতে সিংড়া থানায়।
৩.নাছিম আহম্মেদ নাটোর সদর থানা হতে লালপুর থানা।
৪.উজ্জ্বল হোসেন লালপুর থানা হতে গুরুদাসপুর থানা
৫.মোনোয়ারুজ্জামান, গুরুদাসপুর থানা হতে নলডাঙ্গা থানায় বদলি।