admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২১ ১০:০২ অপরাহ্ণ
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ, রফিকুল মাদানি আটক। রাজধানীর মতিঝিল এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। শাপলা চত্বর এলাকায় যুব অধিকার পরিষদের ব্যানারে আয়োজিত মিছিলে যুব, ছাত্র অধিকার ও আরো কয়েকটি সংগঠনের কর্মীরা অংশ নেন। শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানি আটক এ সময় পুলিশ মিছিলের গতিরোধ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় মিছিলকারীরাও পুলিশকে লক্ষ করে ডাবের খোসা ও ইট-পাটকেল নিক্ষেপ করে।
আজ বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে, সংঘর্ষের পর মতিঝিল এলাকা থেকে শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানিসহ আরো বেশ কয়েকজনকে আটক করে পুলিশ কাভার্ডভ্যানে করে নিয়ে গেছে বলে জানা গেছে। তবে রফিকুল মাদানিকে আটকের ব্যাপারে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

রাজধানীতে মোদিবিরোধী বিক্ষোভ অন্যদিকে, বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদের নেতা তানজিদ এবং সুবর্ণ নামে দুই জন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। এ বিষয়ে মতিঝিল জোনের এডিসি নুরুল আমিন বলেন, বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শাপলা চত্বর এলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।